| |
               

মূল পাতা জাতীয় আলেমরা সরকারের কাছ থেকে পয়সা নিয়ে অযথা বিতর্কে জড়াচ্ছে : ডা. জাফরুল্লাহ


আলেমরা সরকারের কাছ থেকে পয়সা নিয়ে অযথা বিতর্কে জড়াচ্ছে : ডা. জাফরুল্লাহ


নিজস্ব প্রতিনিধি     04 December, 2020     08:18 PM    


দেশের উলামায়ে কেরাম সরকারের কাছ থেকে পয়সা নিয়ে অযথা বিতর্কে জড়াচ্ছেন বলে অভিযোগ করেছেন  গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা: জাফরুল্লাহ চৌধুরী। 

শুক্রবার (৪ ডিসেম্বর) দুপুরে, জাতীয় প্রেসক্লাবে স্বাস্থ্যখাতে নৈরাজ্য ও দুর্নীতি বন্ধের প্রতিবাদ কর্মসূচীতে এ অভিযোগ করেন তিনি।

ডা. জাফরুল্লাহ বলেন,নিত্যপন্যের দাম বৃদ্ধিসহ দেশের নৈরাজ্যকর পরিস্থিতি ধামাচাপা দিতেই সরকার কৌশলে আলেমদের ব্যবহার করছে। সরকার আলেমদের বিপথে চালিত করছে। তাদেরকে সে পথ থেকে সরে আসার আহ্বান জানিয়েছেন তিনি। সরকারের কাছ থেকে পয়সা নিয়ে অযথা বির্তকে জড়াচ্ছে আলেমরা।

করোনার ভ্যাকসিন নিয়ে তিনি বলেন, সরকার ব্যবসায়ীদের পক্ষে, সাধারণ জনগণের চিন্তা সরকারের নেই। করোনার ভ্যাকসিন নিয়ে তড়িঘড়ি সিদ্ধান্ত না নিতে সরকারের প্রতি আহবান জানান এই চিকিৎসক।

এসময় তিনি দেশের হারানো গণতন্ত্র প্রতিষ্ঠায় আন্দোলন করতে আলেমদের প্রতিও আহ্বান জানান।